বিয়াম ফাউন্ডেশন গবেষণা কেন্দ্রে উদ্বোধন

New-Project-95-2.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

বিয়াম ফাউন্ডেশন গবেষণা কেন্দ্রের উদ্বোধন করলেন অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) প্রতিষ্ঠারনটির উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব, ড. শেখ আব্দুর রশীদ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান, স্বাগত বক্তব্য প্রদান করেন বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক জনাব মো. আবদুল মালেক, গবেষণা কেন্দ্র বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক অতিরিক্ত সচিব এবং গবেষণা কেন্দ্রের নির্বাহী পরিচালক ড. মো. মফিজুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. মো. আনোয়ার উল্ল্যাহ্, এফসিএমএ, সভাপতি, বিয়াম ফান্ডেশন পরিচালনা বোর্ড এবং সচিব, জাতীয় সংসদ সচিবালয়।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপদেষ্টা বলেন, এটা স্বীকার করতে হবে সরকারি দপ্তরে গবেষণা খুব কম হয় এবং যাও হয় তা কতটা মানসম্মত তা নিয়ে প্রশ্ন করাই যায়।

তিনি আরও বলেন, আমাদের মানসম্মত গবেষণার পরিমাণ বাড়াতে হবে, গবেষণার ফলাফল নীতিগত সিদ্ধান্ত গ্রহণে প্রতিফলিত হতে হবে, গবেষণা শুধু সরকার করবে তা নয়, আমাদের ব্যবসায়ীদেরকেও আর এন্ড ডি করতে হবে, তাঁর জন্য তাদের পয়সা খরচ করা উচিৎ। তিনি বলেন ভবিষ্যত প্রজন্মকে নলেজ সোসাইটির উপযুক্ত করে গড়ে তোলার জন্য আওটির প্রতি আরো বেশি জোর দিতে হবে।

ড. সালেহউদ্দিন আহমেদ বিয়াম ফাউন্ডেশন কর্তৃক একটি গবেষণা কেন্দ্র গড়ে তোলার জন্য ধন্যবাদ ব্যক্ত করে বলেন, মানসম্মত গবেষণার জন্য অর্থ প্রয়োজন। সরকারের সামর্থ অনুযায়ী ভবিষ্যতে গবেষণা খাতে আরও বেশি বাজেট বরাদ্দের বিষয়টি বিবেচনা করা উচিৎ বলে তিনি মনে করেন।

মন্ত্রিপরিষদ সচিব, ড. শেখ আব্দুর রশীদ দেশের আর্থ সামাজিক উন্নয়নে অবদান রাখতে হলে গুণগতমান সম্পন্ন গবেষণার কোন বিকল্প নেই। গবেষণার ফল যেন শুধু ফাইল বা আলমারীতে সাজানো না থাকে তা নিশ্চিত করতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান বলেন, আমরা এখন বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানে খুব ভাল পড়ালেখা জানে এমন চৌকষ অফিসারদের পদায়ন করছি। ভবিষ্যতে বিয়াম ফাউন্ডেশন গবেষণা কেন্দ্র যেনো একটি চমৎকার গবেষণা ও পরামর্শ সেবা কেন্দ্রে রুপান্তরিত হয় তার জন্য এ প্রতিষ্ঠানকে গবেষণার খাতে বেশি করে বাজেট বরাদ্দ দেয়ার জন্য তিনি মাননীয় অর্থ উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন।

অনুষ্ঠানের সভাপতি ড. মো. আনোয়ার উল্ল্যাহ্ বলেন, বিয়াম ফাউন্ডেশন গবেষণা কেন্দ্র ভবিষ্যতে বিভিন্ন দেশি বিদেশি প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করে যৌথভাবে গবেষণা, পরামর্শ সেবার কাজ করবে। তিনি সকল মন্ত্রণালয়/বিভাগ এবং সংস্থাসমূহকে বিয়াম ফাউন্ডেশন গবেষণা কেন্দ্রের মাধ্যমে তাদের গবেষণা, পরামর্শ সেবা, ফিজিবিলিটি স্টাডি ইত্যাদি কাজগুলো সম্পন্ন করার বিষয়টি বিবেচনার জন্য অনুরোধ করেন।

স্বাগত বক্তব্যে বিয়াম ফাউন্ডেশনর ডিজি, বিয়াম ফাউন্ডেশন গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার সংক্ষিপ্ত বিবরণ দিয়ে বলেন, এটি আমাদের নিজস্ব প্রতিষ্ঠান এবং দক্ষ, অভিজ্ঞ সাবেক ও বর্তমান কর্মকর্তাদের নিয়ে একটি আদর্শ রিসোর্স পুল করা হবে যাতে আদর্শ মানের গবেষণা/পরামর্শ সেবা নিশ্চিত করা যায়। স্বাগত বক্তবের পর বিয়াম ফাউন্ডেশন গবেষণা কেন্দ্র সম্পর্কিত উপস্থাপনা করেন সাবেক অতিরিক্ত সচিব এবং কেন্দ্রের নির্বাহী পরিচালক ড. মোঃ মফিজুর রহমান। তিনি গবেষণা কেন্দ্রর কার্যাবলী, গবেষণা পুল তৈরি, গবেষণা কেন্দ্রের ভবিষ্যৎ পরিকল্পান তুলে ধরেন। মুক্ত আলোচনায় সকলেই বিয়াম ফাউন্ডেশনের এ উদ্যোগক স্বাগত জানান এবং এ গবেষণা কেন্দ্রকে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠানের রুপান্তর করার উদ্যোগ নিতে অনুরোধ করেন।

Leave a Reply

scroll to top