বিমান বিধ্বস্তের ঘটনায় ১৭৯ জনের মৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি দক্ষিণ কোরিয়া। শোকে স্তব্ধ দেশটিতে তাই কোথাও হয়নি নতুন বছরের উদ্যাপন। নতুন বছরের কাউন্টডাউন, ড্রোন শো, আতশবাজি প্রদর্শনসহ সব ধরনের আয়োজন বাতিল করে দেশটির সরকার।
প্রতি বছরই দক্ষিণ কোরিয়ায় নতুন বছরের প্রথম প্রহরে বিশাল আলোর খেলা হয়ে থাকে। বর্ণিল আতশবাজি, লেজার লাইটের ঝলকানি দিয়ে আকাশে নানা রঙের আলো ছড়িয়ে পড়ত। কিন্তু এবারের নববর্ষের উদ্যাপন ছিল একেবারেই ভিন্ন। শোকাবহ পরিবেশে শুরু হলো নতুন বছর, যা কোরীয় জনগণের জন্য এক অপ্রত্যাশিত অভিজ্ঞতা।
এই বছর, প্রাণঘাতী জেজু বিমান দুর্ঘটনার পর কোরিয়া জুড়ে নববর্ষের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। গত রোববার, দক্ষিণ জেওলা প্রদেশের মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে, যেখানে ১৭৯ জনের প্রাণহানী ঘটে। ঘটনার পর দেশটির সরকার ৪ জানুয়ারি পর্যন্ত জাতীয় শোক ঘোষণা করেছে।
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সিউল শহরের রেড রোড কাউন্টডাউন ইভেন্ট, স্কাই পার্ক সানরাইজ ফেস্টিভ্যাল, সিওডাইমুন শহরের সিনচন কাউন্টডাউন কনসার্ট এবং আনসানে উইশ সানরাইজ ইভেন্ট সহ দেশটির বিভিন্ন অঞ্চলে সূর্যোদয়ের অনুষ্ঠানে যে উৎসব আয়োজনের কথা ছিল, তা সবই বাতিল করা হয়েছে।