বিমানবন্দরে আটকে দেয়া হলো সাবেক ডিএমপি কমিশনার ফারুককে

New-Project-81.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ

ব্যাংকক যাওয়ার বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি ও সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুককে। রবিবার (২৬ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটকে দেওয়া হয়।

বিমানবন্দরের বহির্গমন ইমিগ্রেশন কাউন্টারে যাওয়ার পর ইমিগ্রেশন অফিসার তাকে জিজ্ঞাসাবাদ করেন। এরপর আর তাকে প্লেনে চড়তে দেওয়া হয়নি। গণমাধ্যমকে ‍বিষয়টি নিশ্চিত করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র।

সূত্র জানিয়েছে, সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক রবিবার থাই এয়ারওয়েজের টিজি-৩৪০ নম্বর ফ্লাইটে ব্যাংকক যাচ্ছিলেন। ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দিয়েছে। বর্তমানে ইমিগ্রেশন পুলিশের কাছে থাকা থাকা ফারুককে থানায় হস্তান্তর করা হবে নাকি তিনি বাড়ি ফিরে যাবেন এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

Leave a Reply

scroll to top