বিপিএল মিউজিক ফেস্টের টিকিট মিলছে ৫০০ টাকায়, কিনবেন যেভাবে

New-Project-32-5.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

বেশ জমকালো ভাবেই আয়োজিত হচ্ছে এবারের বিপিএল। প্রথমবারের মতো তিন ভেন্যুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। যার প্রথমটি অনুষ্ঠিত হবে আগামী ২৩ ডিসেম্বর ঢাকায়। যেখানে পারফর্ম করবেন পাকিস্তানের কিংবদন্তি সংগীত শিল্পী রাহাত ফতেহ আলি খানসহ দেশের বরেণ্য শিল্পীরা। এই নিয়ে দর্শকদের আগ্রহও ছিল তুঙ্গে। তবে বিপিএলের মিউজিক ফেস্টের টিকিট মূল্য বেশি হওয়া তা নিয়ে শুরু হয় সমালোচনা। সমালোচনার মুখে টিকিটের দাম প্রায় ৫ গুণ কমিয়েছে বিসিবি।

গত ১৭ ডিসেম্বর বিসিবি জানিয়েছিল, বিপিএল মিউজিক ফেস্টের ঢাকা পর্বের কনসার্ট দেখতে ন্যুনতম ২৫০০ টাকার টিকিট কিনতে হবে দর্শকদের। তবে দর্শকদের সমালোচনার পর সেই টিকিটের দাম কমিয়ে করা হয়েছে ৫০০ টাকা। অনলাইনে মিউজিক ফেস্টের টিকিট কিনতে ক্লিক করুন এখানে

এছাড়া টিকিটের নতুন দাম অনুযায়ী, ১২ হাজার টাকার প্লাটিনাম ক্যাটাগরির টিকিট পাওয়া যাবে ৮ হাজার টাকায়। এছাড়া ৮ হাজারের বদলে ৬ হাজার টাকা মিলছে গোল্ড ক্যাটাগরির টিকিট। সিলভার ৬ হাজারের বদলে ৪ হাজার টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ৪ হাজারের পরিবর্তে ১৫০০ টাকা ধরা হয়েছে। সবচেয়ে কম টাকায় বসা যাবে ক্লাব হাউজে, সেক্ষেত্রে গুনতে হবে ৫০০ টাকা, আগে যা ছিল আড়াই হাজার। এর বাইরে জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের জন্য ‘জোন ৩৬’ নামে একটি স্থানে ১০০টি আসন সংরক্ষণ করে রাখা হয়েছে।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বিকেল ৩টায় শুরু হবে বিপিএল মিউজিক ফেস্ট। এই ফেস্ট উপলক্ষ্যে ২৩ ডিসেম্বর বেলা আড়াইটায় খোলা হবে মিরপুরের গেট। ঢাকার এই মিউজিক ফেস্টে রাহাত ফতেহ আলি খান ছাড়াও গাইবেন- মাইলস, অ্যাভয়েড রাফার মতো জনপ্রিয় ব্যান্ড। এ ছাড়া থাকছেন র‍্যাপার হান্নান, জেফার, মুজা ও সঞ্জয়। বিকেল সাড়ে ৪টার পর আর কোনো দর্শককে ঢুকতে দেওয়া হবে না।

Leave a Reply

scroll to top