বিপিএলে প্লে অফ নিশ্চিত ২ দলের, বাকি ২ দল কারা?

New-Project-2025-01-25T121858.659.jpg
নিজস্ব প্রতিবেদক

ঢাকা,সিলেট,চট্টগ্রাম হয়ে আবার ঢাকায় ফিরছে বিপিএল। আগামীকাল(২৬ জানুয়ারি)দুপুর ১.৩০ মিনিটে ফরচুন বরিশাল-সিলেট স্ট্রাইকার্সের মধ্যকার ম্যাচ দিয়ে আবারো শুরু হচ্ছে ঢাকা পর্বের বিপিএল।
এখন পর্যন্ত লীগ পর্বের ৪২ টি ম্যাচের মধ্যে ৩২ টি শেষ। প্লে অফের সমীকরণে কোন দলের অবস্থান কেমন দেখে নেয়া যাক সেই চিত্র।

এই লিস্টে সবার উপরে থাকবে রংপুর রাইডার্সের নাম। ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছে নুরুল হাসানের নেতৃত্বাধীন রংপুর। বাকি ৩ ম্যাচের ১ টি জিততে পারলেই বিপিএল ইতিহাসে এককভাবে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে প্লে অফে খেলার রেকর্ডও গড়ার সাথে সাথে শীর্ষ দুইয়ে থেকে কোয়ালিফায়ারে খেরবে দলটি। দলটির বাকি তিন ম্যাচে প্রতিপক্ষ রাজশাহী, চিটাগং ও খুলনা।

২য় অবস্থানে থাকা বরিশাল ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে প্লে অফ খেলা মোটামুটি নিশ্চিত আর মাত্র ১ টি জিততে পারলেই তাদের প্লে অফ খেলা নিশ্চিত।লীগ পর্বে দলটির বাকি চার ম্যাচ সিলেট, খুলনা, ঢাকা ও চিটাগংয়ের বিপক্ষে।

৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ৩য় নম্বরে রয়েছে চিটাগং কিংস।প্লে অফে খেলতে হলে বাকি থাকা ৩ ম্যাচে তাদের জিততে হবে দুইটিতে। একটি জিতলে যদি কিন্তুর হিসেবে পরতে হবে চিটাগংকে।তখন অন্য নেট রান রেটের দিকে তাকিয়ে থাকতে হবে দলটির।সেক্ষত্রে ও এগিয়ে থাকবে দলটি তাদের নেট রান রেট (+১.০৪৫) যা আসরের সব দল থেকে বেশি। তাদের বাকি তিন ম্যাচ শীর্ষ দুই দল রংপুর, বরিশাল এবং সিলেটের বিপক্ষে।

৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ৪ এ অবস্থান করা খুলনা টাইগার্সকে প্লে অফ খেলতে হলে বাকি থাকা ৩ ম্যাচই জিততে হবে। দুটিতে জিতলেও সম্ভব, সেক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে রাজশাহীর দিকে। তাদের হার ই সাপে বর হতে পারে খুলনার জন্য।তাদের শেষ তিন ম্যাচ রংপুর, বরিশাল ও ঢাকার বিপক্ষে।

১০ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে ৫ নাম্বারে আছে রাজশাহী । রেটিং পয়েন্ট (-১.৪০০) কম থাকায় তাদের প্লে অফে খেলতে হলে বাকি ২ ম্যাচে জিততে হবে বড় ব্যবধানে। দোয়া করতে হবে খুলনার একাদিক হারের জন্য। তাদের বাকি দুই ম্যাচের প্রতিপক্ষ রংপুর ও সিলেট।

টানা ৬ ম্যাচ হারার পর ৭ম ম্যাচে ঘুরে দাড়িয়ে ৪ ম্যাচে ৩ জয় পেয়েছে ঢাকা। ৬ পয়েন্ট নিয়ে তারা আছে ৬ নম্বরে। কাগজে কলমে এখনও প্লে অফে খেলতে পারেন লিটন-তানজীদরা। দলটির শেষ দুই ম্যাচ বরিশাল ও খুলনার বিপক্ষে। ম্যাচ দুটিতে শুধু বিশাল ব্যবধানে জিতলেই চলবে না, খুলনা ও রাজশাহীর পয়েন্ট যেন ১০-এর বেশি না হয়, সেই কামনাও করতে হবে। এ ক্ষেত্রে তাদের সম্ভাবনা ক্ষণ ই বলা চলে।

৯ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের একেবারে তলানিতে আছে সিলেটে। কাগজে কলমে প্লে অফ খেলার সমীকরণেও নাম আছে দলটির। তাদের ম্যাচ বাকি তিনটি- বরিশাল, রাজশাহী ও চিটাগংয়ের বিপক্ষে। তিন ম্যাচই জিততে হবে বিশাল ব্যবধানে। তাতে তাদের পয়েন্ট বেড়ে হবে ১০। যদি ৪ নাম্বারে থাকা কোন দল ১০ পয়েন্টের বেশি না করতে পারে তখন ১০ পয়েন্ট পাওয়া অন্য দলগুলোর সঙ্গে আসবে নেট রান রেটের হিসাব-নিকাশ।

কাগজে কলমে এখনো সব দলের ই প্লে অফ খেলার সুযোগ থাকলেও, ১,২ ও ৩ নাম্বার পজিশন মোটামুটি নিশ্চিত ৪ নাম্বার পজিশন নিয়ে ই হবে আসল লড়াইটা খুলনা ও রাজশাহীর মধ্যে। কোন অঘটন ঘটলে বাদ পরতে পারে চিটাগং কিংস। সে ক্ষেত্রে ৩ ও ৪ নাম্বার অবস্থানে থাকতে পারে খুলনা ও রাজশাহী।

Leave a Reply