বিপিএল দল পেলেন মোসাদ্দেক হোসেন

New-Project-2025-01-05T215328.337.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের ঢাকা পর্ব শেষ হয়েছে গত ৩ জানুয়ারি। আজ থেকে শুরু হচ্ছে সিলেট পর্ব। কিন্তু হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরে প্রথম পর্বের কোনো ম্যাচেই জয়ের দেখা পায়নি মেগা স্টার শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস। সিলেট পর্বে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে দলেও পরিবর্তন আনছে দলটি।

সিলেট পর্বে নিজেদের ম্যাচের আগের দিন আজ সোমবার নতুন খেলোয়াড় দলে যুক্ত করেছে ঢাকা। দেশি অলরাউন্ডার মোসাদ্দেক হোসেনকে শেষ মুহূর্তে দলে ভেড়াল তারা। আজ দলের সঙ্গে অনুশীলনও করবেন তিনি। এর আগে বিপিএলের ড্রাফট থেকে অবিক্রিতই ছিলেন মোসাদ্দেক। বিপিএলে মোসাদ্দেকের দল না পাওয়া বেশ অবাক করেছিল সবাইকে। প্লেয়ার্স ড্রাফটে তার প্রতি কেউই আগ্রহ দেখায়নি। এমনকি বিপিএল শুরুর আগে লঙ্কা টি-টেন খেলে এলেও দল পাননি মোসাদ্দেক।

তবে শেষপর্যন্ত ঢাকা ক্যাপিটালসের সুবাদে খেলা হচ্ছে বিপিএলের একাদশ আসরে। মোসাদ্দেককে অভিজ্ঞ অলরাউন্ডার আখ্যা দিয়ে ঢাকা ক্যাপিটালস জানিয়েছে, আসিফ হাসানের বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে তাকে।

এর আগে গতকাল ঢাকা ক্যাপিটালসে যোগ দিয়েছেন দলের মেন্টর সাঈদ আজমল। একসময় ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা সাবেক এই পাকিস্তানি স্পিনার দলকে ভালো কিছু দেবেন বলেই আশাবাদী ভক্তরা।

Leave a Reply

scroll to top