বিপিএলে কোচিং করাতে চান শহীদ আফ্রিদি!

New-Project-2025-01-08T001918.807.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

এবারের বিপিএল এ চিটাগং কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও মেন্টর হিসেবে দায়িত্ব পালন করছেন শহীদ আফ্রিদি । তার দল ১ জয় ও ১ হারে ২ পয়েন্টে নিয়ে টেবিলের ৪ নাম্বার আছে। গতকাল (মঙ্গলবার) বেসরকারি এক টেলিভিশন চ্যানেলে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের খেলা ও খেলোয়াড়দের সামর্থ্য নিয়ে আলোচনা করেন শহীদ আফ্রিদি। এসময় বাংলাদেশ প্রিমিয়ার লিগে কোচিং করতে চাওয়ার ইচ্ছেও পোষণ করেন তিনি।

তখন তিনি বলেন, টাইগারা যে আগ্রাসী মনোভাব নিয়ে মাঠে খেলে যাচ্ছেন,এটা তার খুব বেশি ভালো লাগে। বিশেষ করে টেস্টে পাকিস্তানের সাথে টাইগারদের আগ্রাসন।

এ সময় সাংবাদিকের প্রশ্নের জবাবে আফ্রিদি বলেন,আমি সব সময় প্রস্তুত আছি বাংলাদেশ ক্রিকেটে কোচিং করানোর জন্য। বিশেষ করে তরুণ ক্রিকেটারদের তৈরি করতে।

তার এই উত্তরই বলে দেয় বুম বুম খ্যাত পাওয়ার হিটার আফ্রিদি কে যদি বিসিবি কোচ হওয়ার অফার দেয় তাহলে তিনি তা নির্দিধায় গ্রহণ করবেন।

Leave a Reply

scroll to top