বিপিএল এর ১১তম আসরে বিপিএলের ইতিহাসে এক ম্যাচে সবচেয়ে বেশি ছয় মারার নতুন রেকর্ড হয়েছে। এখন পর্যন্ত ছয় মারার যে রেশ চলছে তাতে আশা করা-ই যায়, এবারের বিপিএলে হতে চলেছে টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি ছয় মারার নতুন রেকর্ড। এখন প্রশ্ন হচ্ছে কেন এতো বেশি ছয় হচ্ছে কিংবা এতো বেশি রান পাচ্ছে দল গুলো।
কারণ এখনো তো বহাল আছেন গামিনী ডি সিলভা।তার অধিননেই তে হচ্ছে এবারের বিপিএল। তাহলে কি কোন জাদুর প্রদীপ হাতে পেয়েছে গামিনী কিংবা বিসিবি! উত্তর খোঁজার চেষ্টা করেছে ‘২৪ ঘন্টা বাংলাদেশ’।
এবারে বিপিএল এর মাঠ গুলো আগের আসরের থেকে বেশ অনেক টাই ছোট।আগের আসর গুলোতে যা ছিল ৬৫-৭০ এবারের আসরে ৬০-৬৫। পিচ নিয়ে ছিল কতশত অভিযোগ। গামিনী স্পোর্টিং উইকেট বানাতে পারে না, মাঠ রুক্ষ ইত্যাদি ইত্যাদি প্রশ্ন। তবে এবার সেই গামিনী ই বানালো স্পোর্টিং উইকেট। যার ফলে ম্যাচ গুলোতে বেড়েছে চার-ছয় এর সংখ্যা।
আরেক টা উল্লেখযোগ্য কারণ হলো বিদেশি ব্যাটারদের সাথে দেশিও ব্যাটারদের ফর্মে থাকা। তামিম ইকবাল, সাইফ হাসান,জাকের আলি, কিংবা জাকিরদের ফর্ম ই এবার বদলে দিচ্ছে বিপিএল এর সব হিসাব নিকাশ। আবার অ্যালেক্স হেলস এর সেঞ্চুরি কিংবা কায়েল মায়ারস এর হার্ড হিটিং ব্যাটিং। এই সব গুলো কারণ ই এক-একটা নিয়ামক হিসেবে কাজ করছে এবারের বিপিএল এ নতুনত্ব তৈরি করতে।