বিপিএলের ১১তম আসরের পর্দা উঠছে আজ, হঠাৎ সূচিতে পরিবর্তন

New-Project-66-2.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

শুরু হচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এই ক্রিকেট লিগের ১১তম আসর। উদ্বোধনী দিনে আছে দুটি ম্যাচ। এর মধ্যেই এবার বিপিএলের দুটি ম্যাচের সময়সূচিতে পরিবর্তন আনল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আসর শুরুর পরদিন তথা ৩১ ডিসেম্বরের দুটি ম্যাচ দেড় ঘণ্টা করে এগিয়ে আনা হয়েছে। বছরের শেষ দিন হওয়ায় থার্টি ফাস্টে জনসাধারণের চলাচল এবং রাজনৈতিক সমাবেশ থাকার কারণে ওইদিনের দুটি ম্যাচের সময়সূচিতে এমন পরিবর্তন আনা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের নানা বিধিনিষেধ এবং নির্দেশনার আলোকেই রোববার (২৯ ডিসেম্বর) দিবাগত রাতে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

সূচি অনুযায়ী দিনের প্রথম ম্যাচ বেলা দেড়টায় শুরু হওয়ার কথা থাকলেও ৩১ ডিসেম্বর খুলনা টাইগার্স বনাম চিটাগাং কিংসের মধ্যকার প্রথম ম্যাচটি শুরু হবে বেলা ১২টায়। এ ছাড়া দিনের দ্বিতীয় সন্ধ্যা সাড়ে ৬টার পরিবর্তে শুরু হবে বিকেল ৫টায়। এই ম্যাচে সিলেট স্টাইকার্সের মুখোমুখি হবে রংপুর রাইডার্স।

Leave a Reply

scroll to top