বিপিএলের টিকিট না পেয়ে স্টেডিয়ামের গেট ভাঙচুর বিক্ষুব্ধ দর্শকদের

New-Project-75-2.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

বিপিএলের এগারতম আসর শুরু হচ্ছে আজ। তবে বরাবরের মতো নয় বরং তার থেকেও বেশি অব্যবস্থাপনা দেখা যাচ্ছে এবারের বিপিএল আয়োজনে। আসর শুরুর একদিন আগেও দর্শকরা জানতেন না কিভাবে মিলবে টিকিট, পাওয়াই বা যাবে কোথায়। পরে সমালোচনার মুখে টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তে টিকিট বিক্রির ঘোষণা দেয় বিসিবি। মূল্য প্রকাশ হলেও টিকিট নিয়ে গতকাল থেকেই ক্ষোভ ছিল দর্শকদের, গতকাল সন্ধ্যায়ও হয়েছে হট্টগোল। আজ সকালেও একই পরিস্থিতি তৈরি হয়, এক পর্যায়ে টিকিটপ্রত্যাশী দর্শকরা মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে অবস্থান নেন।

আজ (সোমবার) উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ানোর আগে বিক্ষুব্ধ দর্শকরা মিরপুরে ভাঙচুর চালিয়েছে। বেলা এগারোটা নাগাদ কিছু দর্শক ব্যানার ফেস্টুন ভাঙা শুরু করেন, মুহূর্তেই পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নেয়। কয়েকটি লোহার গেট ভেঙে ফেলেন তারা। এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেষ্টায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। বিপিএল শুরুর আগে এমন পরিস্থিতি স্বাভাবিকভাবে ভালো বার্তা বহন করছে না।

Leave a Reply

scroll to top