বিপাকে কঙ্গনা কিন্তু কেনো ?

New-Project-77.jpg
নিজস্ব প্রতিবেদক

‘ইমার্জেন্সি’-তে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। এ ছাড়াও ছবিতে রয়েছেন, অনুপম খের, মিলিন্দ সোমন, শ্রেয়শ তলপাড়ে, মহিমা চৌধুরী।‘ইমার্জেন্সি’ সিনেমা নিয়ে ফের বিপাকে অভিনেত্রী কঙ্গনা রানাউয়াত। সিনেমায় ইতিহাস বিকৃতির অভিযোগ এনেছে শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটি (এসজিপিসি) নামে পাঞ্জাবের একটি সংগঠন। এমনকি পাঞ্জাবে এই ছবির ওপর নিষেধাজ্ঞা জারির দাবি জানিয়েছেন তারা।

পাঞ্জাবের সরকারের পক্ষ থেকে ‘ইমার্জেন্সি’র উপর কোনও নিষেধাজ্ঞা জারি হয়নি। সারা দেশেই ছবি মুক্তি পেয়েছে। কিন্তু পাঞ্জাবের প্রেক্ষাগৃহের মালিকেরা এই ছবির প্রদর্শন বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। ছবির বিরুদ্ধে শিখ সম্প্রদায়ের মানুষকে অপমান করার অভিযোগও উঠেছে। তাই ছবি মুক্তি পেলেই পরিবেশ-পরিস্থিতি অস্থির হওয়ার আশঙ্কা করছেন এসজিপিসি।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে লেখা চিঠিতে এসজিপিসি’র পক্ষ থেকে লেখা হয়েছে, পাঞ্জাবে ‘ইমার্জেন্সি’ নিষিদ্ধ করার দাবি জানানো হচ্ছে। যদিও দুঃখজনকভাবে আপনার সরকার কোনো পদক্ষেপ করেনি এই বিষয়ে। এই ছবি মুক্তি পেলে শিখ সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ তৈরি হবে, যা খুবই স্বাভাবিক।

Leave a Reply

scroll to top