বিদ্যুৎস্পৃষ্টে আইইউটি’র শিক্ষার্থী নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

New-Project-21-4.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্টে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) এর ৩ শিক্ষার্থী নিহতের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফিন।

গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা আক্তারকে প্রধান করে গঠন করা তদন্ত কমিটির অপর সদস্যরা হলেন– শ্রীপুরের ইউএনও ব্যারিস্টার সজীব আহমেদ, আরইবির ডিজিএম। অন্য একজন নাম জানা যায়নি।

তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে সালমা আক্তার বলেন, “আমরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছি।”

এদিকে আইইউটি এর গণসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, দুর্ঘটনায় হতাহতের ঘটনায় আইইউটির উপাচার্য গভীর শোক এবং সমবেদনা প্রকাশ করেছেন। তিনি হতাহতদের খোঁজখবর নেওয়ার জন্য ঢাকা থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

এর আগে  শনিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামের স্থানীয় চায়না কারখানার সামনে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক পিকনিকে যাওয়ার সময় দ্বিতল বাসে বিদ্যুৎস্পৃষ্ট আইইউটির তিন শিক্ষার্থী নিহত হন। এসময় আহত হয়েছেন অন্তত ১০ জন।

Leave a Reply

scroll to top