বিতর্কিত হিজাব আইন স্থগিত করল ইরান

New-Project-2024-12-17T004447.452.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

হিজাব বিষয়ক বিতর্কিত একটি আইন স্থগিত করেছে ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল। শুক্রবার থেকেই আইনটি কার্যকর হওয়ার কথা থাকলেও আইনটিকে ‘অস্পষ্ট এবং সংস্কারের প্রয়োজন’ বলে উল্লেখ করেছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

বিবিসি বলেছে, নারীদের জন্য কঠোর পোশাক আইন কয়েক দশক ধরে ইরানের জাতীয় নিরাপত্তা অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হচ্ছে। একে কেন্দ্র করে অতীতে অনেক বিক্ষোভের জন্ম হয়েছিলো। এই আইনে অপরাধের পুনরাবৃত্তি হলে এবং কেউ যদি নিয়ম কানুনকে উপহাস করে তাহলে তাকে বড় জরিমানা এবং পনের বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছিলো। মানবাধিকার সংগঠনগুলো এ আইন নিয়ে তাদের শঙ্কার কথা বলে আসছিলো।

প্রস্তাবিত নতুন আইনে নারী ও মেয়েদের চুল, হাতের বাহু ও পায়ের নিচের অংশ প্রদর্শনের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রাখা হয়েছিল। দেশটির অধিকার কর্মীরা এর তীব্র সমালোচনা করছিলেন।

Leave a Reply

scroll to top