বিগ ব্যাশ খেলার অনুমতি পেলেন রিশাদ হোসেন

New-Project-26-6.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

অবশেষে শঙ্কা কাটিয়ে বিগ ব্যাশ খেলার অনুমতি পেয়েছেন জাতীয় দলের স্পিন বোলিং অলাউন্ডার রিশাদ হোসেন। আগামী ২১ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ার এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে হোবার্ট হ্যারিকেন্সের হয়ে খেলার অনাপত্তিপত্র পেয়েছেন এই টাইগার লেগ স্পিনার।

বিষয়টি নিশ্চিত করে বিপিএলে রিশাদের দল ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান জানান, ‘রিশাদকে ছাড়পত্র দেওয়া হয়েছে। ২৯ ডিসেম্বর সে বরিশাল দলে যোগ দিবে। আশা করি ভালো একটা অভিজ্ঞতা নিয়ে ফিরবে সে।’

বিগ ব্যাশ টুর্নামেন্টটি চলবে আগামী ১৫ ডিসেম্বর থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত। অর্থাৎ, শুরুর দিকে দুটি ম্যাচ (২১ ও ২৭ ডিসেম্বর) খেলার সুযোগ থাকছে রিশাদের সামনে।

Leave a Reply

scroll to top