আফগানিস্তানের সাথে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল।
বুধবার (৬ নভেম্বর) সিরিজের প্রথম ম্যাচে আফগানদের মুখোমুখি হচ্ছে টিম টাইগার্স। আফগানদের হারিয়ে ছন্দে ফিরতে মরিয়া নাজমুল হোসেন শান্ত’র দল। এদিন বাংলাদেশ সময় বিকেল চারটায় শারজায় গড়াবে সিরিজের প্রথম ম্যাচ।
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
জাকির হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।