বাসায় ঝুলছিল রজনীকান্তের সিনেমার প্রযোজকের মরদেহ

New-Project-25-1.jpg
নিজস্ব প্রতিবেদক

বক্স অফিসে ঝড় তুলেছিল রজনীকান্ত অভিনীত ‘কাবালি’ সিনেমা। ওই সিনেমায় তামান্না ভাটিয়ার আইটেম গান লুকা বালিয়াও ভাইরাল হয়েছিল। সেই সিনেমার প্রযোজকের ঝুলন্ত মরদেহ উদ্ধার হলো ভারতের উত্তর গোয়ার এক গ্রামের বাড়ি থেকে। পুলিশের ধারণা, আত্মহত্যা করেছেন প্রযোজক কে পি চৌধুরী। তার বয়স হয়েছিল ৪৪ বছর।

২০২৩ সালে মাদকচক্রের সঙ্গে নাম জুড়েছিল কে পি চৌধুরীর। এই মামলায় পুলিশ তাকে গ্রেফতারও করে। হায়দরাবাদ পুলিশ তার কাছ থেকে উদ্ধার করেছিল ৯০টি মাদকের প্যাকেট। যার ওজন ৮২.৭৫ গ্রাম।

এই ঘটনার পর থেকেই অবসাদে চলে গিয়েছিলেন প্রযোজক। সিনেমা দুনিয়া থেকেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। এই ঘটনার পর থেকেই অবসাদে চলে গিয়েছিলেন প্রযোজক। সিনেমা দুনিয়া থেকেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি।

জানা যায়, সিনেমা থেকে বিরতি নেওয়ায় চরম অর্থকষ্টের সম্মুখীন হয়েছিলেন তিনি। সেই কারণেই কি আত্মহননের পথ বাছলেন কে পি চৌধুরী? হঠাৎ করে এমন ঘটায় স্বাভাবিকভাবে হতবাক দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি। ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে তার মরদেহ।

Leave a Reply

scroll to top