বাবিসাস অ্যাওয়ার্ড পেলেন চট্টলার কৃতিসন্তান জিন্নাত আলী

New-Project-2025-02-25T205214.218.jpg

বাবিসাস এওয়ার্ড পেলেন যারা

২৪ ঘণ্টা বাংলাদেশ

বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি (বাবিসাস) এর দুই যুগ পূর্তি উপলক্ষে এটিএন বাংলা বাবিসাস অ্যাওয়ার্ড ২০২৩-২০২৪ অনুষ্ঠান গত ২২ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় রাজধানীর বিএফডিসি’র বাংলা অডিটোরিয়ামে সংগঠনের সভাপতি আবুল হোসেন মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা পেয়েছেন অপরূপ টিভির চেয়ারম্যান জিন্নাত আলী।

দীর্ঘদিনের পথ চলা গণমাধ্যম কর্মী হিসেবে কাজের স্বীকৃতি হিসেবে অসংখ্য অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি এ পর্যন্ত। এবারও পেলেন এটিএন বাংলা-বাবিসাস অ্যওয়ার্ড ২০২৩-২৪ অ্যাওয়ার্ড পাওয়াতে তিনি বলেন, এটা শুধু আমার প্রাপ্ত নয় আমার অপরূপ টিভির জেলা ও থানা প্রতিনিধিদের প্রাপ্তি। তিনি এ পর্যন্ত যতগুলো অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি মনে করেন তার পরিবার, শুভাকাঙ্ক্ষী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মী ও অপরূপ টিভির প্রতিনিধিদের অংশীদার রয়েছেন। তিনি আরো বলেন আগামী দিনগুলোতে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবেন।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চলচ্চিত্র অভিনেত্রী আনোয়ারা বেগম। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, এটিএন বাংলা’র উপদেষ্টা (অনুষ্ঠান ও সম্প্রচার) তাশিক আহমেদ, বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড এর সভাপতি লায়ন এম নজরুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক মহাসচিব বদিউল আলম খোকন, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি কামরুল হাসান দর্পন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলা চলচ্চিত্র ও সংগীতাঙ্গনের একঝাঁক জনপ্রিয় তারকা। সংগঠনের সাধারণ সম্পাদক রশীদ নিউটন ও ভাবনা আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন চিত্রনায়িকা রোজিনা, শিল্পী-সুরকার ও সংগীত পরিচালক ইথুন বাবু, চলচ্চিত্র অভিনেত্রী শবনম পারভীন, চিত্রনায়িকা রোমনা ইসলাম মুক্তি, সাংবাদিক ফারুক হোসেন মজুমদার।

এবার চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন নায়ক শাকিব খান, সিয়াম আহমেদ, মাহফুজ আহমেদ, নীরব হোসেন ও জয় চৌধুরী, নায়িকা শবনম বুবলী, পূজা চেরি, রোমানা ইসলাম মুক্তি, জয়া আহসান, ববি হক। বিশেষ সম্মাননা পেয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজ এর চেয়ারম্যান মিডিয়া ব্যক্তিত্ব ড. মাহফুজুর রহমান।টেলিভিশন, সংগীত, নৃত্য, বিজ্ঞাপন ও সাংবাদিকতার বিভিন্ন শাখায় এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

Leave a Reply

scroll to top