বাবর আজমকে ইংল্যান্ডের বিপক্ষে দলে না রাখায় বোর্ডের সমালোচনা করে বেশ বিপাকেই পড়েছেন পাকিস্তানী ক্রিকেটার ফখর জামান। সর্বশেষ ইংল্যান্ড সিরিজের প্রথম ম্যাচে হারার পর শেষ দুই টেস্টের দল থেকে বাদ পড়েছিলেন বাবর আজম। তারকা এই ক্রিকেটারকে বাদ দেয়ায় সেসময় বোর্ডের কড়া সমালোচনা করেছিলেন ফখর। যার খেসারত হিসেবে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন তিনি।
রবিবার (২৭ অক্টোবর) ২০২৪-২৫ মৌসুমে পাকিস্তান দলের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নিয়মিত ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলের ক্রিকেটার হলেও সেখানে জায়গা পাননি ফখর।
যদিও আনুষ্ঠানিকভাবে ফখরের চুক্তিতে না থাকা নিয়ে পিসিবি কিছু বলেনি। তবে বোর্ডের সমালোচনা করার কারণেই যে তাকে বাদ দেওয়া হয়েছে সেটা বেশ স্পষ্ট।
এদিকে ফখর না থাকলেও ‘এ’ ক্যাটাগরিতে জায়গা ধরে রেখেছেন বাবর এবং মোহাম্মদ রিজওয়ান। গত মৌসুমের চুক্তিতে পেসার শাহিন শাহ আফ্রিদি ‘এ’ ক্যাটাগরিতে থাকলেও পারফরম্যান্সে অবনতির কারণে ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে নেমে গেছেন শাহিন শাহ আফ্রিদি। শাহিনের মতো এ ধাপ অবনমন হয়ে ‘বি’ ক্যাটাগরি থেকে সরিয়ে ‘সি’ ক্যাটাগরিতে নেওয়া হয়েছে হারিস রউফকেও।