বাড্ডায় আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

New-Project-30-1.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ

রাজধানীর বাড্ডায় একটি আবাসিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর ২টা ৩৬ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, দুপুর ২টা ৩৬ মিনিটের দিকে তাদের কাছে বাড্ডার একটি আবাসিক ভবনে আগুন লাগার খবর আসে। খবর পাওয়ার পর ঘটনাস্থলে তাদের দুটি ইউনিট পৌঁছে আগুন নেভানোর কাজ করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া, আগুনে এখন পর্যন্ত কেউ হতাহত হননি বলেও জানিয়েছেন তিনি।

Leave a Reply

scroll to top