বাড়ি ফিরলেন ফারুকী, বাবাকে দেখে উচ্ছ্বসিত ইলহাম

farooki-20250823221512.jpg
মো: আল মামুন বিনোদন ডেস্ক

চলচ্চিত্রকার ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সাত দিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। বাবাকে বাড়ি ফেরার মুহূর্তে ফুল দিয়ে বরণ করে নেয় তার মেয়ে ইলহাম। এ দৃশ্যের ভিডিও শেয়ার করে খুশির খবর জানিয়েছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

শনিবার (২৩ আগস্ট) বিকেল ৫টার দিকে ফারুকী বাসায় ফেরেন। চিকিৎসকেরা তাকে আরও সাত দিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও শেয়ার করে তিশা লিখেছেন— “আলহামদুলিল্লাহ, মোস্তফা সরওয়ার ফারুকী আজ সুস্থ হয়ে বাসায় ফিরলেন।”

অসুস্থতার ঘটনা

গত সপ্তাহে কক্সবাজার সফরে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ফারুকী। স্থানীয় এক হোটেলে অবস্থানকালে তার বুকে ও পেটে ব্যথা শুরু হয়। এরপর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়। প্রথমে ধারণা করা হয়েছিল খাদ্যে বিষক্রিয়ার কারণে তিনি অসুস্থ হয়েছেন, তবে চিকিৎসকেরা জানান অতিরিক্ত কাজের চাপেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।

পরে ঢাকার হাসপাতালে ভর্তি করে তার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর অ্যাপেনডিক্সে অস্ত্রোপচার করা হয়। এর পর থেকেই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন ফারুকী।

Leave a Reply

scroll to top