বাংলা সিনেমায় ফিরছেন রাভিনা ট্যান্ডন

New-Project-12-8.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ

হিন্দি সিনেমাতে অনিয়মিত হয়ে যাওয়া নব্বই দশকের নায়িকা রাভিনা ট্যান্ডন। রাবীনা ট্যান্ডন একজন ভারতীয় অভিনেত্রী, প্রযোজক, এবং প্রাক্তন মডেল। তিনি প্রাথমিকভাবে বলিউড চলচ্চিত্রে কাজ করেছেন, যদিও তিনি কয়েকটি তেলুগু, তামিল, কন্নড় ও বাংলা চলচ্চিত্রেও অভিনয় করেন। আরও একবার বাংলা সিনেমাতে কাজ করবেন বলে শোনা যাচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গের পরিচালক, আতিউল ইসলামের বানসারা সিনেমায় কাজ করার প্রস্তাব গিয়েছেন এই নায়িকার কাছে।

কাজটি আলোর মুখ দেখতে পেলেই দীর্ঘ ১৫ বছর পরে বাংলা সিনেমায় রাভিনাকে আবারো সিনেমায় দেখতে পাবেন দর্শকরা। অভিনেত্রী বাংলা সিনেমায় সর্বশেষ কাজ করেছেন ২০১০ সালের রাজা সেন পরিচালিত ল্যাবরেটরি সিনেমার মধ্যে।

অভিনেত্রীর নতুন কাজের খবর দিয়ে আনন্দবাজার কিছু কথা লিখেছেন, বানসারা করার প্রস্তাবে সায় দিয়েছেন রাভিনা। সিনেমায় একজন রাজনীতিবিদের চরিত্রে পাওয়া যাবে তাকে। পশ্চিমবঙ্গের পুরুলিয়ার মাফিয়া জগতের এবং তাদের সঙ্গে পুলিশের টক্করের নানা ঘটনায় সিনেমার চিত্রনাট্য তৈরি করা হয়েছে।

পরিচালক আতিউল ইসলাম জানান, রাভিনার সঙ্গে যোগাযোগের পর্ব সেরে ফেলা হয়েছে। সিনেমাটি বড় আকারে তৈরি হচ্ছে দেখেই আমরা রাভিনার মত একজন অভিনেত্রীর কথা ভেবেছি। আতিউলের ভাষায়, রাভিনার চিত্রনাট্য পছন্দ হয়েছে। কলকাতায় শুটিং শুরু হলে তিনিও যোগ দিবেন।

বানসারা সিনেমার শুটিং শুরু হয়েছে আরও অনেক আগে থেকে। পুরুলিয়া অংশের আউটডোরের শুটিং শেষ হয়েছে কিছু সময় আগে। এখন কলকাতা এবং ঝাড়খণ্ডের শুটিং চলবে বলে জানিয়েছেন পরিচালক। সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন বনি সেনগুপ্ত এবং অপরাজিতা আঢ্য।এই বছরের দুর্গোৎসবে বানসারা সিনেমার মুক্তির কথা ভাবছেন পরিচালক ও প্রযোজনা সংস্থা।

১৯৯১ সালে ক্যারিয়ার শুরু করেন রাভিনা। তার অভিনয় শুরু করেন পাত্থর কে ফুল  দিয়ে এবং এই অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। ১৯৯০-এর দশকে তিনি বেশ কয়েকটি বাণিজ্যিক ভাবে সফল চলচ্চিত্রে অভিনয় করেন  যার মধ্যে দিলওয়ালে, মোহরা , খিলাড়িও কা খিলাড়ি  এবং জিদ্দী  অন্যতম।এক পর্যায়ে বিয়ে করে সিনেমা জগত ছাড়লেও সম্প্রতি ফিরছেন ওয়েব সিরিজ এর মাধ্যমে। কিন্তু রাভিনার নাম শুনলেই মনে আসে নব্বইয়ের দশকের সেই টিপ টিপ বরষা পানি গানটি। ওই গানে বৃষ্টির মধ্যে হলুদ শাড়িতে তার নাচ দারুণ আলোচিত হয়েছিল। ২০২৩ সালে তিনি পদ্মশ্রী পুরস্কার লাভ করেন রাভিনা ট্যান্ডন।

Leave a Reply

scroll to top