বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন সিনিয়র পেশাদার কূটনীতিক ট্রেসি অ্যান জ্যাকবসন। পিটার হাসের উত্তরসূরি হিসেবে নতুন মার্কিন রাষ্ট্রদূত না আসা পর্যন্ত সাবেক এই কূটনীতিক ঢাকায় দায়িত্ব পালন করবেন।
আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিয়োগের বিষয়টি জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
ট্রেসি অ্যান জ্যাকবসন আগামী শনিবার থেকে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে অন্তর্বর্তীকালীন চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএতে) হিসেবে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করবেন। ঢাকায় দায়িত্ব নেওয়ার আগে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে জানতে তিনি বুধবার ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করেছেন।
পিটার হাস অবসরে যাওয়ার পর বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পদটি ছয় মাস ধরে শূন্য রয়েছে। এমতাবস্থায় দেশটি আজ বৃহস্পতিবার বাংলাদেশে একজন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে।
বিদেশে উচ্চপদস্থ নেতৃত্বের পাশাপাশি স্কুল অব প্রফেশনাল অ্যান্ড এরিয়া স্টাডিজের ডিন এবং ন্যাশনাল ফরেন অ্যাফেয়ার্স ট্রেনিং সেন্টারের উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালনসহ ফরেন সার্ভিসের ভবিষ্যৎ গঠনে অবদান রেখেছেন অ্যাম্বাসেডর জ্যাকবসন।
এছাড়াও ট্রাসি জ্যাকবসন ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে ডেপুটি এক্সিকিউটিভ সেক্রেটারি এবং সিনিয়র ডিরেক্টর ফর অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে কাজ করেন। এবং লাটভিয়ার রিগায় যুক্তরাষ্ট্র দূতাবাসে ডেপুটি অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন।