বাংলাদেশি অবৈধ অভিবাসীদের সন্তান চিহ্নিতের নির্দেশ দিল্লির

New-Project-20-5.jpg
নিজস্ব প্রতিবেদক

দিল্লির স্কুলগুলোকে নিজ নিজ প্রতিষ্ঠানে অধ্যয়নরত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের সন্তানদের শনাক্ত করার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গত ১২ ডিসেম্বর দিল্লি সরকারের (জিএনসিটিডি) প্রধান সচিব (হোম) কর্তৃক পরিচালিত এক ভার্চুয়াল বৈঠকে এই নির্দেশনাগুলো নিয়ে প্রথম আলোচনা করা হয়।

নির্দেশনায় বলা হয়, গত ১২ ডিসেম্বর মুখ্যসচিব (হোম), জিএনসিটিডি’র সভাপতিত্বে এক ভার্চুয়াল মিটিংয়ে এই নির্দেশনা নিয়ে আলোচনা হয়। এতে এমসিডি কমিশনারের প্রতিনিধিত্ব করেন অতিরিক্ত কমিশনার ও ডেপুটি কমিশনার। ভিসি’দের মিটিংয়ের সময়ে সংশ্লিষ্ট বিভাগের প্রধান, এমসিডির জোনাল কর্তৃপক্ষ সুনির্দিষ্ট এই পদক্ষেপ নেয়ার জন্য অনুরোধ করেন।

এমসিডির ডেপুটি কমিশনার বিপি ভরদ্বাস বলেন, মিউনিসিপ্যাল স্কুলগুলোতে ভর্তি নেয়ার সময় বাংলাদেশি অবৈধ অভিবাসীদের সন্তানদের চিহ্নিত করতে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে শিক্ষা বিভাগ।

এই স্কুলগুলোতে বাংলাদেশি অবৈধ অভিবাসীদের সন্তানদের শনাক্তকরণ ও যাচাইকরণে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। এমসিডি আরও বলেছে, জন্ম নিবন্ধনকরণ এবং জন্ম সনদ ইস্যু করার জন্য সব রকম প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে জনস্বাস্থ্য বিভাগকে।

Leave a Reply

scroll to top