প্রথম ইনিংসে ৮২ রান ও তাইজুলের ৫ উইকেট ছাড়া এই টেস্টে বলার মতো পারফর্ম করতে পারেনি বাংলাদেশের আর কেউ। ব্যাটিংয়ে নেমে দুই অঙ্কের ঘরে যেতে পারেননি আট ব্যাটার। বাংলাদেশ অলআউট হয়েছে ১৫৯ রানে।
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে যেন সেই মাত্র আরও এক ধাপ বাড়লো বই কমলো না। ৪১৬ রানে পিছিয়ে থেকে ফলো-অনে নামা বাংলাদেশে দ্বিতীয় ইনিংস ছিল প্রথম ইনিংসের চেয়েও বাজে। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ গুটিয়ে গেছে ১৪৩ রানে। তাতেই তিন দিনে শেষ হলো চট্টগ্রাম টেস্ট। আর ঘরের মাঠে ইনিংস ব্যাবধানে হারলো টাইগাররা। সঙ্গে দুই ম্যাচের সিরিজে হতে হলো হোয়াইটওয়াশ।
দ্বিতীয় ইনিংসে দুই অঙ্কের রান স্পর্শ করেছেন চার ব্যাটার। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করে অপরাজিত ছিলেন হাসান মাহমুদ। দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। উইকেট কিপার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন করেছেন ২৯ রান। ওপেনার মাহমুদুল হাসান জয়ের সংগ্রহ ১১ রান।
প্রোটিয়াদের হয়ে দ্বিতীয় দ্বিতীয় ৫ উইকেট নিয়েছে কেশভ মাহারাজ। সেনুরান মুতুসামি নিয়েছেন ৪ উইকেট। ডেন পিটারসনের পকেটে গেছে এক উইকেট।