বাংলাদেশকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

New-Project-2024-12-16T214135.517.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

মহান বিজয় দিবস উপল‌ক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পোস্টের সমালোচনা চলার মধ্যেই অন্তর্বর্তী সরকা‌রের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌ‌হিদ হো‌সেন‌কে বিজয় দিবসের শুভেচ্ছা জা‌নি‌য়ে‌ছেন ভার‌তের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

সোমবার (১৬ ডিসেম্বর) সামা‌জিক যোগা‌যোগ মাধ্যম এক্সে এক পো‌স্টে বিজয় দিবসের শুভেচ্ছা জানান ভার‌তের পররাষ্ট্রমন্ত্রী।

পো‌স্টে জয়শঙ্কর লি‌খে‌ছেন, বিজয় দিব‌সে পররাষ্ট্র উপদেষ্টা তৌ‌হিদ হো‌সেন‌, অন্তর্বর্তী সরকার এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা।

এর আগে সোমবার বিজয় দিবস নিয়ে বিতর্কিত পোস্ট দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্টে মোদি লিখেছেন, ‘আজ, বিজয় দিবসে, ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সেনাদের সাহস ও আত্মত্যাগকে আমরা সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ আত্মোৎসর্গ ও অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে। এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব ও অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে।’

Leave a Reply

scroll to top