বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ভারত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
একই সঙ্গে ভারতকে বাংলাদেশবিরোধী কার্যকলাপ বন্ধের আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) লন্ডনে যুক্তরাজ্য বিএনপির সমাবেশে এ আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ভারত সরকার ও ভারতীয় জনগণের প্রতি আমাদের অনুরোধ, আপনাদের অভ্যন্তরীণ রাজনীতির কৌশল হিসেবে বাংলাদেশকে ঘৃণার ব্যবহার উভয় দেশের সম্পর্কে দীর্ঘস্থায়ী টানাপড়েন সৃষ্টি করবে।
বিগত ফ্যাসিস্ট আওয়ামী শাসনকালের যেসব নেতা ভারতে অবস্থান করছেন, ভারত তাদের ফিরিয়ে দিয়ে বিচারে সহায়তা করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন মির্জা ফখরুল।