বলিউডকে বিদায় জানাচ্ছেন অমিতাভ বচ্চন!

New-Project-76.jpg
নিজস্ব প্রতিবেদক

বয়স ৮২ -এর ঘরে। তবুও তার ধারেকাছে নেই তরুণ অভিনেতারা। তিনি অমিতাভ বচ্চন। সিনেমা থেকে রিয়েলিটি শো সর্বত্র দাপট তার। তবে এবার নাকি দাড়ি টানতে চাইছেন বিনোদন দুনিয়াকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এসেছে এ তথ্য।

টুইটারে নিয়মিত বিগ-বি। সেখানেই অভিনয় থেকে অবসরের ইঙ্গিত বচ্চনের। তিনি লিখেছেন, ‘Time to go…’, বাংলায় তর্জমা করলে দাঁড়ায়- “বিদায় নেওয়ার সময় এসেছে।”

ভক্তদের কৌতূহল, তাহলে কি এবার অভিনয় থেকে অবসর চাইছেন বলিউডের শাহেনশা? সেসব প্রশ্নের উত্তর তিনি দেননি, যদিও সামাজিকমাধ্যমে ভক্তদের প্রশ্নের জোয়ার। কারও প্রশ্ন, ‘কী হয়েছে স্যার?’ কেউ লেখেন, ‘এত তাড়াহুড়োর কী আছে স্যার?’ কেউ বা আবার খোলাখুলি অমিতাভের কাছ থেকে জানতে চান- তার এই পোস্টের কী অর্থ?

এদিকে ভক্তদের আরেক অংশের আশঙ্কা, ‘বলিউডকে বিদায় জানাচ্ছেন না তো!’ কেউ কেউ আবার ইতিবাচক ভাবনা নিয়ে প্রশ্ন ছুঁড়েছেন। কেউ কেউ ধারণা করছেন ‘পরবর্তী সিনেমার সেটে যাওয়ার সময়ের কথা বলছেন’।

২০২৩ সালের নভেম্বর মাসেই ‘কৌন বনেগা ক্রোড়পতি’ সিজন ১৬-র সেটে তাইকোন্ডোর মারপ্যাঁচ দেখিয়ে সবাইকে তাজ্জব করে দিয়েছিলেন বিগবি।

 

 

Leave a Reply

scroll to top