বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো পিরোজপুর তেজদাস কাঠী কলেজের ৩০তম বর্ষপূর্তি উদযাপন

New-Project-40-4.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

বর্ণাঢ্য আয়োজন ও বর্ণিল উৎসবের মধ্যে দিয়ে শেষ হলো পিরোজপুর তেজদাস কাঠী কলেজের ০২দিনব্যাপী ৩০তম বর্ষপূর্তি উদযাপন

শনিবারে (২১ ডিসেম্বর) ০২দিন ব্যাপী আয়োজিত অনুষ্ঠানের শেষ দিনে নানা কর্মসূচি ও অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পিরোজপুরে সুযোগ্য জেলা প্রশাসক ও ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মোহাম্মদ আশরাফুল আলম খান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক, পি কে এস এফ এর চেয়ারম্যান, সাবেক অর্থ সচিব ও পিরোজপুরের কীর্তি সন্তান জনাব জাকির আহমেদ খান।

অত্র কলেজের অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা সদস্য জনাব আলমগীর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো: নাজিমুল হক, পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মো: মোস্তাফিজুর রহমান, ঢাকা সাংবাদিক ইউনিটের সাবেক সাংগঠনিক সম্পাদক সাঈদ খান সহ আরো অনেকে।

এর আগে পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করা হয়। পরে কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা,বিতর্ক প্রতিযোগিতা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করে বর্ষপূর্তি অনুষ্ঠানকে প্রাণচাঞ্চল্য করে সমাপনী করা হয়।

Leave a Reply

scroll to top