বনানীর সড়ক ছেড়েছেন সিএনজিচালিত অটোরিকশাচালকরা

New-Project-40-2.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে রাজধানীর বনানী এলাকায় সড়ক অবরোধ করেন সিএনজি চালকরা। এর ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন শত শত মানুষ। পরে দুপুর ২টার দিকে বিআরটিএ’র আশ্বাসে সড়ক ছেড়ে চলে যান তারা।

বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল সরোয়ার জানান, দুপুর দেড়টা থেকে সিএনজি চালকরা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সড়ক অবরোধ করেন। এতে যানজটের সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েন নগরবাসী।

তিনি বলেন, দুইটার দিকে বিআরটিএ’র আশ্বাসে সিএনজি চালকরা সড়ক অবরোধ ছেড়ে দেন। সড়ক এখন স্বাভাবিক রয়েছে।

এর আগে, দুপুরে বনানীর বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সদর দপ্তরের সামনের রাস্তায় শুয়ে অবরোধ করেন তারা। এতে করে মহাখালীগামী যানবাহনগুলো সড়কে আটকে যায়। বিভিন্ন যানবাহনে আটকে থাকা যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন।

বিআরটিএ’র নির্ধারিত ঢাকা মেট্রোর সিএনজি অটোরিকশার দৈনিক জমা ৯০০ টাকা অবিলম্বে কার্যকর করাসহ ৯ দফা দাবি জানিয়েছেন সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদের চালকরা।

Leave a Reply

scroll to top