বছরের ১ম দিনে বিশ্বের জনসংখ্যা ৮০৯ কোটি

New-Project-2024-12-31T212230.739.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

২০২৫ সালের ১ জানুয়ারি বিশ্বের জনসংখ্যা ৮০৯ কোটিতে পৌঁছাবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় জনজরিপ সংস্থা ইউএস সেন্সাস ব্যুরো। জানুয়ারি মাসে বিশ্বজুড়ে প্রতি সেকেন্ডে প্রায় ৪ দশমিক ২টি শিশুর জন্ম এবং ২টি শিশুর মৃত্যু হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) মার্কিন গণমাধ্যম এপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি বলেছে, গত বছর বিশ্বে ৭ কোটি ১০ লাখ শিশু জন্মগ্রহণ করেছে। আর ১৪১ কোটি জনসংখ্যা নিয়ে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ছিল ভারত। এর পরের অবস্থানে ছিল চীন।

সংস্থাটি আরও জানিয়েছে, ২০২৪ সালের তুলনায় ২০২৩ সালে বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি ছিল। ওই বছর সাড়ে সাত কোটি শিশু জন্মগ্রহণ করেছিল। প্রতিবছর বছরের শেষে বিশ্বের জনসংখ্যা পুনর্মূল্যায়ন করে যুক্তরাষ্ট্র।

বার্তাসংস্থা রিপাবলিক ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের জানুয়ারিতে বিশ্বে প্রতি সেকেন্ডে গড়ে ৪ দশমিক ২ জন শিশু জন্মাবে এবং ২ জন শিশুর মৃত্যু হবে বলে জরিপে অনুমান করা হয়েছে। তবে এই হিসাবে তারতম্য হতে পারে। কারণ জনসংখ্যা বিষয়ক বিভিন্ন বৈশ্বিক জরিপ বলছে, বছরের ১২ মাসের প্রত্যেকটিতে বৈশ্বিক জন্মহার ও মৃত্যুহার ভিন্ন ভিন্ন হয়।

Leave a Reply

scroll to top