বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের নাম পরিবর্তন

New-Project-73-1.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

দেশের পট পরিবর্তনের পাশাপাশি পরিবর্তন করা হচ্ছে পতিত সরকারের রেখে যাওয়া বিভিন্ন নাম। এরই আওতায়া সরকারি পরিবর্তন করা হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের নাম। নতুন নাম রাখা হয়েছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)।

মঙ্গলবার (২৬ নভেম্বর) এ দুই টুর্নামেন্টের নাম বদলের সিদ্ধান্তের কথা মাঠপর্যায়ের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের পর বিভিন্ন ক্ষেত্র সংস্কারের অংশ হিসেবে এ টুর্নামেন্ট দুটির নামে পরিবর্তন আনা হয়েছে বলে জানানো হয়।

 

Leave a Reply

scroll to top