তথ্য প্রযুক্তির যুগে প্রচারণার জন্য ভিন্ন কৌশল অবলম্বন করে থাকেন ক্রিকেটার থেকে শুরু করে অভিনেতা-অভিনেত্রীসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। সময় যত অতিবাহিত হচ্ছে প্রচারণার কৌশল হচ্ছে ভিন্ন থেকে ভিন্নতর। এবার সেরকমই এক ভিন্ন প্রচারণা করে বিপাকে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান।
সম্প্রতি একটি নাটকের প্রমোশনের ফেসবুকে লাইভ করেছিলেন সাদিয়া। সোমবার দিবাগত মধ্যরাতে নিজের ফেসবুক থেকে লাইভে সাদিয়া আয়মান বলেন, ‘গত কয়েকদিন আগে আমি একটা শুট শেষ করে বাসায় ফিরছিলাম, তখন রাস্তায় যাওয়ার পথে দেখি পা থেকে মাথা পর্যন্ত একজন কালো কেউ আমার গাড়ির সামনে চলে আসে। এরপর গাড়ি থামিয়ে নেমে দেখি সেখানে কেউ নেই।’
এরপর বলেন, ‘এরপরে আমরা নিরাপদে সেখান থেকে বাসায় চলে আসি। তবে চলে আসার পরেও বাসার বিপরীত দিকে আবারও সেই ব্যক্তিকে দেখতে পাই। আমি কথা বলতে কাঁপছি। কিছুক্ষণ আগেও বারান্দা থেকে দেখেছি সেই ব্যক্তি আমার বাড়ির নিচে দাঁড়িয়ে আছে।’
এরপর বারান্দায় চলে যান অভিনেত্রী। সেখানে গিয়ে কালো পোশাকে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে দেখান। এরপর কান্না করতে শুরু করেন। বাড়িতে তিনি বাদে আর কেউ নেই উল্লেখ করে বলেন, ‘দেখুন আপনারা, ওই ব্যক্তি নিচে দাঁড়িয়ে আছে। বাড়িতে আমি বাদে এখন কেউ নেই’ বলেই কাঁদতে থাকেন অভিনেত্রী।
মধ্যরাতে সাদিয়া আয়মানের এমন লাইভ দেখে আতঙ্কিত হয়ে পরেন অনেকেই। অভিনেত্রীর জন্য উৎকন্ঠা প্রকাশের পাশাপাশি তাকে নিরাপদে থাকার পরামর্শও দেন অনেকেই।
কিন্তু বিপত্তি বাধে তার কিছুক্ষণ পরেই। অভিনেত্রীকে নিয়ে যখন সবাই চিন্তিত তখনই আরেকটি ছবি পোস্ট করেন তিনি। সেখানে দেখা যায় একটি ওয়েব ফিল্মের পোস্টার। তখনই সবাই বুঝতে পারে সত্য নয় আসলে নাটকের প্রচারণার জন্য অভিনয় করেছেন সাদিয়া। এতে করে ক্ষিপ্ত হন নেটিজেনরা। ভক্ত-অনুরাগীদের আবেগ নিয়ে খেলা করেছেন বলেও অভিযোগ করেন অনেকেই।
সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন এই নিয়ে সমালোচনা তখন ফেসবুক থেকে উধাও সাদিয়া। সমালোচনার মাঝে এখন এ অভিনেত্রী আইডি ডিএক্টিভেট করে রেখেছেন। ধারনা করা হচ্ছে, নেটাগরিকদের তোপের মুখে নিজের আইডি ও পেজ অচল করে রেখেছেন সাদিয়া আয়মান।
মূলত দিপ্ত প্লে’র একটি ওয়েব ফিল্মে কাজ করেছেন সাদিয়া। যেটি মূলত ঢাকার রহস্যজনক কিছু ঘটনাকে কেন্দ্র করে। সেই ওয়েব ফিল্মের প্রচারণার কৌশল হিসেবেই সাদিয়ার এই ‘ফেসবুক লাইভ’ নাটক করেছেন।