ফের সাত কলেজ শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ, যান চলাচল বন্ধ

New-Project-2024-10-29T004705.632.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজ নিয়ে আলাদাভাবে স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আবারও রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন কলেজের শিক্ষার্থীরা। ফলে আশপাশের এলাকায় যানচলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর ১২টার পর ঢাকা কলেজ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা।

আন্দোলনকারীদের দাবি, বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠন না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।

এর আগে গত ২২ অক্টোবর রাজধানীর নীলক্ষেত ও সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজ শিক্ষার্থীরা। দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অবরোধ কর্মসূচির পর বিকেলে সায়েন্সল্যাব মোড়ে কর্মসূচি থেকে ৩ দফা দাবি জানিয়ে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে পথ ছাড়েন তারা।

Leave a Reply

scroll to top