ফের টিএসসিতে বহিরাগত নিয়ে একাধিক গাড়ি

New-Project-23-5.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

এক দফা ফাঁকা করার পর আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় বহিরাগত নিয়ে কয়েকটি বাস ও মাইক্রোবাস এসেছে। পুলিশ ও শিক্ষার্থীরা তাদের জিজ্ঞাসাবাদ করে ক্যাম্পাস থেকে এক এক করে বের করে দিচ্ছেন। তারাও ঋণ নেওয়ার জন্য ঢাকায় এসেছেন বলে জানিয়েছেন।

এর আগে রবিবার রাত থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাস ও মাইক্রোবাস ভর্তি করে লোকজন আসেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। পরে তাদের সরিয়ে দেওয়া হয়। রাতভর বিভিন্ন স্থান থেকে আসা এসব লোকজন ও গাড়িগুলো সকাল সাড়ে ৮টার পর ক্যাম্পাস থেকে সরিয়ে দেন শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা।

Leave a Reply

scroll to top