ফের অটোরিকশা চালকদের অবরোধ, পদ্মা সেতুতে ট্রেন চলাচল বন্ধ

New-Project-8-5.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ

টানা দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত রিকশা চালকরা। শুক্রবার (২২ নভেম্বর) রাজধানীর জুরাইন রেলগেট অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। এতে শুক্রবার বেলা ১১টা থেকে ঢাকা-পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কমলাপুর স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানান, জুরান এলাকায় ব্যাটারি চালিত রিকশা চালকরা বেলা ১১টা থেকে রেললাইন দখল করে অবরোধ শুরু করেছেন। ফলে ১১টা থেকে আমরা ওই লাইনে কোনো ট্রেন চলাচল করতে পারছে না। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ও ঢাকা থেকে নারায়ণগঞ্জের রেল চলাচল বন্ধ রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী সবুজ সংকেত না দেওয়া পর্যন্ত পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল করবে না বলেও জানান আনোয়ার হোসেন।

Leave a Reply

scroll to top