ফুফুর বাসা থেকে ৪৫ ভরি স্বর্ণ লুট, ৩২ ভরি উদ্ধারসহ গ্রেপ্তার ২

New-Project-2025-01-04T014408.442.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

রাজধানীর মোহাম্মাদপুরের আদাবরে একটি বাসার লকার ভেঙে ৪৫ ভরি স্বর্ণ চুরি হয়। লুট হওয়া ৪৫ ভরি স্বর্ণালংকারের মধ্যে ৩২ ভরি উদ্ধারসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। যাদের গ্রেফতার করা হয়েছে তারা হলেন, মাহিন ও রেহান। গ্রেফতার মাহিন মামলার বাদীর আপন ভাইর ছেলে। আর রেহান মাহিনের বন্ধু।

শনিবার (৪ জানুয়ারি) দুপুরে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া এ তথ্য জানান।

ওসি এস এম জাকারিয়া জানান, আদাবর ১৬ নম্বর রোডের একটি বাসার লকার ভেঙে ৪৫ ভরি স্বর্ণ লুট হয়। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। এরপর থানা পুলিশ তদন্ত শুরু করে এবং সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে চুরির সাথে জড়িত দুজনকে গ্রেফতার করে। এ সময় লুট হওয়া ৪৫ ভরি স্বর্ণের মধ্যে ৩২ ভরি উদ্ধার করা হয়েছে। বাকি স্বর্ণগুলো উদ্ধারে চেষ্টা চলছে বলেও জানান আদাবর থানার ওসি।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পুলিশকে জানায়, ফ্যান্টাসি থেকে গয়না চুরির পরিকল্পনা করে। মাহিন তার ফুফুর বাসা ফাঁকা পেয়ে বন্ধুকে নিয়ে ঘটনাটি ঘটায়।

Leave a Reply

scroll to top