ইসরাইল বাহিনী ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বিরতি ভঙ্গ করে নৃশংস হত্যাকাণ্ড এবং অন্যদিকে ভারতে ধর্মপ্রান মুসলমানদের উপর নির্যাতন ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষার্থীরা।
শুক্রবার (২১ মার্চ) ইবি কেন্দ্রীয় মসজিদে জুম্মার নামাজ শেষ করে এ বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। পরবর্তীতে তারা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রতিক্ষন করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
বিক্ষোভ সমাবেশে ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’; ‘বিশ্বের মুসলিম এক হও, লড়াই করো লড়াই করো’; ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’; ‘বদরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’; , ‘ফিলিস্তিনের কারণে, ভয় করি না মরণে’; ‘বয়কট বয়কট, ইসরায়েল বয়কট’; ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’ ইত্যাদি স্লোগান দিয়েছে শিক্ষার্থীরা ।
সমাবেশে উপস্থিত শিক্ষার্থীরা বলেন , ইসরায়েলি বাহিনীর হামলায় প্রতিদিন হাজার হাজার নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারাচ্ছেন। মানবতার কথা বললেও পশ্চিমা বিশ্ব এই নিপীড়নের বিরুদ্ধে নীরব ভূমিকা পালন করছে। যখন পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষ নিরাপদে বসবাস করছে, তখন ফিলিস্তিনের মানুষ বোমার আতঙ্কে দিন কাটাচ্ছে। সাহরি ও ইফতার পর্যন্ত স্বাচ্ছন্দ্যে করতে পারছে না। পশ্চিমা মানবতাবাদীরা সব জায়গায় মানবতার ফাঁকা বুলি আওড়ান। অথচ ফিলিস্তিনের বেলায় তাদের মানবতা কাজ করে না। ফিলিস্তিনিদের এই ন্যায্য অধিকারের বিষয়ে তারা কোন মন্তব্য করছে না।
অন্যাদিকে ভারতেও ধর্মপ্রাণ মুসলিমদের উপর নির্যাতন, নিপীড়ন ও হত্যার ঘটনা ঘটে চলেছে। এই পরিস্থিতি বিশ্ব মুসলিম সমাজের জন্য গভীর উদ্বেগের বিষয় হয়ে উঠেছে।
বিক্ষোভে শিক্ষার্থীরা আহ্বান জানান জাতিসংঘ ও বিশ্ব মুসলিম নেতাদের প্রতি , তারা যেন ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ান এবং অবিলম্বে এই নির্মম গণহত্যা বন্ধে কার্যকর ভূমিকা পালন করেন।