ফারুকীকে কেন উপদেষ্টা করা হল জাতি জানতে চায়: চরমোনাই পীর

New-Project-42-1.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেছেন, পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীকে কেন অন্তবর্তী সরকারের সদস্য করা হয়েছে জাতি তা জানতে চায়।

শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী উদ্যান মুক্তমঞ্চে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলনে এই কথা বলেন তিনি।

তিনি বলেন, ফারুকী সাহেবকে কেন এই অন্তবর্তী সরকারের সদস্য করা হয়েছে, এই জাতি তা জানতে চায়। অন্তর্বর্তী সরকারের প্রধানকে বলেছি যাতে মানুষের আক্বিদা ও বিশ্বাসের বিরুদ্ধে না যায়। আপত্তি করার পরেও ফারুকীকে (উপদেষ্টা) সরিয়ে দেওয়া হয়নি। আশা করি, সরকার এ বিষয়ে পদক্ষেপ নেবে। ১৬ বছর ও ৫৩ বছরের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন আয়োজন করতে হবে।

তিনি আরও বলেন, ‘যারা নির্বাচনের কথা বলে তারা মনে হয় ষড়যন্ত্রকারীদের পাতা ফাঁদে পা দিয়েছে। আমাদের জাতীয় ঐক্য থাকতে হবে। দুর্নীতিবাজ, লুটেরাদের নেতৃত্বে যারা আওয়ামী লীগকে আনতে চায় তারা দেশের শত্রু। অতীতের নির্বাচনে ফ্যাসিস্ট তৈরি হয়েছে। তাই আমরা পিআর পদ্ধতির (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন পদ্ধতি) নির্বাচনের মাধ্যমে জাতীয় সরকার প্রতিষ্ঠা করতে চাই।’

মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ইসলামী ছাত্র আন্দোলনের সদস্যরা টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপে পাওয়া যায় না।

Leave a Reply

scroll to top