৬টি হারের পর ধরা দিতে শুরু করেছে জয় ঢাকা ক্যাপিটালসের। নিজেদের সপ্তম ও নবম ম্যাচে এসে ছন্দ খুঁজে পাওয়া ঢাকা এখনও হারাচ্ছে না প্লে-অফের আশা। পরিসংখ্যান ও বলছে তাই পরের ৩ ম্যাচ জিততে পারলে প্লে-অফ খেলার সুযোগ থাকবে ঢাকার।
থিসারা পেরেরা মানছেন, ঢাকা দল হিসেবে পারফর্ম করতে ব্যর্থ ছিল এতদিন। তবে যেহেতু একবার জ্বলে উঠেছে, এবার তাই পরের তিনটি লিগ পর্বের ম্যাচেই জয়ের আশা তার।
ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক বলেন, ‘এটাই ক্রিকেট। আমাদের স্কোয়াড দেখুন, ভারসাম্যপূর্ণ দল। ক্লিক করতে পারিনি, এজন্যই এতগুলো ম্যাচ হেরেছি। গত দুই ম্যাচ জিতলাম, একটা রেকর্ড গড়া আড়াইশ রানে আর আজকে ১৯০ এর বেশি রান করে। আমরা জ্বলে উঠলে কেউ থামাতে পারবে না।’
থিসারার চোখ এবার তাই ১০ পয়েন্টের দিকে, যার অর্জন করতে হলে হারা যাবে না কোনো ম্যাচই, ‘সবারই ব্যর্থতা আসে। আমাদের শেষ কিছু ম্যাচ ব্যর্থতায় ঢাকা ছিল। এটা মেনে নিতে হবে ক্রিকেটার হিসেবে। ক্রিকেট এমনই। পরের ৩ ম্যাচ জিতলে ১০ পয়েন্ট হয়ে যাবে। দেখা যাক না কী হয়।’
লঙ্কান তারকা তাই প্লে-অফের আশা ছাড়ছেন না। তিনি বলেন, ‘আমাদের দলের সামর্থ্য কেমন আমি জানি। ১০ পয়েন্ট পেলে সমীকরণ কেমন হবে বলা যায় না। পরের ৩ ম্যাচ জিতলে পয়েন্ট ১০ হয়ে যাবে। এভাবে জিততে থাকলে আমাদের সুযোগ আছে প্লে অফে যাওয়ার।’