প্রায় এক যুগ পর দেশে ফিরছেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক

New-Project-2024-12-17T210813.216.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

প্রায় এক যুগ পর আগামী ২৬ ডিসেম্বর দেশে ফিরছেন প্রখ্যাত আইনজীবী ও জামায়াতে ইসলামীর সাবেক নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।বুধবার (১৮ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন জুনিয়র কাউন্সেল ব্যারিস্টার শাহিনুল ইসলাম।

জুনিয়র কাউন্সেল ব্যারিস্টার শাহিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, সব কিছু ঠিক থাকলে আগামী ২৬ ডিসেম্বর তিনি (আব্দুর রাজ্জাক) দেশে ফিরছেন। জানা গেছে, তিনি সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়মিত হবেন। তার দুই ছেলে সুপ্রিম কোর্টে আইনপেশা পরিচালনা করে আসছেন।

শেখ হাসিনার শাসনামলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যের শুরু থেকেই জামায়াত নেতাদের প্রধান আইনজীবী ছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। ২০১৩ সালে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর হয়। একই বছর ১৭ ডিসেম্বর ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ইংল্যান্ডে চলে যান। এক পর্যায়ে তিনি জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করেন। পরে এবি পার্টির প্রধান উপদেষ্টা হন।

Leave a Reply

scroll to top