দেশে যাতে নতুন করে সাংবিধানিক সংকট না সৃষ্টি হয় সেই বিষয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্রায় ১ ঘন্টাব্যাপী বৈঠক করেছেন বিএনপির তিন শীর্ষস্থানীয় নেতা।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।