প্রধান উপদেষ্টার বক্তব্যে হতাশ বিএনপি

New-Project-86.jpg
নিজস্ব প্রতিবেদক

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তবে হতাশা ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের যে অবস্থা তাতে নির্বাচন জরুরি।

রোববার (৩০ মার্চ) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এমন মন্তব্য করেন তিনি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার চীন সফরকে ইতিবাচক বলে উল্লেখ করেছেন । তিনি বলেন, ভূ-রাজনীতিতে চীনের সঙ্গে সম্পর্ক স্থাপন খুবই জরুরি। নিজেদের স্বার্থেই চীন, ভারত, পাকিস্তান, মিয়ানমারের মতো দেশগুলোর সঙ্গে সম্পর্ক রাখতে হবে।

দেশের বর্তমান অবস্থা বিবেচনায় নির্বাচন জরুরি উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন নিয়ে সমস্যা তৈরি হলে আবারও বিএনপিকে রাজপথে নামতে হতে পারে। পাশাপাশি সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে নির্বাচনের আগে নিরপেক্ষ সরকারের দাবি উঠতে পারে।

সম্প্রতি জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।  তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের যে অবস্থা তাতে নির্বাচন জরুরি।

তিনি আরও বলেন, গণতন্ত্রের শত্রুকে ভারতে বসিয়ে রেখে নির্বাচন পেছালে আরও বেশি সংকট তৈরি করবে। ক্ষমতায় যাওয়ার জন্য নয়, জনগণের বৈধতার জন্য নির্বাচনের কথা বলছে বিএনপি। এ সময় নির্বাচিত ও অনির্বাচিত সরকারের শক্তি এক নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, বিএনপির জনপ্রিয়তা কমাতে পারলে গণতন্ত্রের বিপক্ষের শক্তির ফায়দা নিতে সুবিধা হবে। গণতন্ত্রের শত্রুকে পাশের দেশে রেখে নির্বাচনে দেরি করা ঠিক হবে না।

 

তিনি বলেন, আওয়ামীলীগ রাজনীতি করবে কি করবেনা, সেই সিদ্ধান্ত নেবে জনগণ তবে গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার করতে হবে। নির্বাচনের কৌশল নির্ধারন হলেই তারেক রহমান কবে ফিরবেন তা বলা যাবে।
নির্বাচন নিয়ে গড়িমসি করলে আবারও রাজপথে নামতে হতে পারে, বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারালে আমরা তা মানবো না।

তিনি আরও বলেন, বিএনপিকে ভারতপন্থী হিসেবে চিহ্নিত করা একটি রাজনৈতিক হীন উদ্দশ্য। এগুলা যারা করছেন তারা বাংলাদেশের বিরোধীদের স্বার্থ হাসিল করছেন। আমরা অন্য কোনো দেশের স্বার্থ নয়, নিজের দেশের স্বার্থ দেখবো।

বেগম খালেদা জিয়া সম্পর্কে তিনি বলেন, ৮ বছর পর পরিবারের সঙ্গে ঈদ করছেন বেগম খালেদা জিয়া। খুব সম্ভবত এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরবেন তিনি।

 

Leave a Reply

scroll to top