অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে বাংলাদেশের অর্থনীতির ওপর শ্বেতপত্র তৈরির জন্য গঠিত কমিটির চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।
রোববার (১ ডিসেম্বর) দুপুরে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য ও অন্যান্য সদস্যরা ঢাকার তেজগাঁওয়ে ড. ইউনূসের কার্যালয়ে প্রতিবেদনটি জমা দেন। আনুষ্ঠানিকভাবে প্রতিবেদন প্রকাশ করা হবে সোমবার (২ ডিসেম্বর)।
এর আগে দেবপ্রিয় ভট্টাচার্য বলেছিলেন, বাংলাদেশের অর্থনীতির ওপর তৈরি শ্বেতপত্রে বিদেশি বিনিয়োগ বিদেশি বিনিয়োগকারী ও ঋণদাতাদের আস্থা পুনরুদ্ধারে সহাতার জন্য সুপারিশ করবে সরকারকে।