প্রথম ৩০ মিনিটেই শেষ ট্রেনের ২৬ হাজার অগ্রিম টিকিট

New-Project-2-2.jpg

প্রথম ৩০ মিনিটেই শেষ ট্রেনের ২৬ হাজার অগ্রিম টিকিট

২৪ ঘণ্টা বাংলাদেশ

আগামী ৩১ মার্চ পবিত্র ঈদুল ফিতরের দিন ধরে বিশেষ ব্যবস্থাপনায় আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট অগ্রিম বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। বিশেষ ব্যবস্থায় বিক্রির তৃতীয় দিনে প্রথম ৩০ মিনিটে রেলেওয়ে ই-টিকিটিং ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে মোট ৯৮ লাখ হিট করেছেন টিকিট প্রত্যাশীরা। এসময় সারাদেশে বিক্রি হয়েছে প্রায় ২৬ হাজার আসনের টিকিট।

রোববার (১৬ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ রেলওয়ের দায়িত্বশীল সূত্র। আজ বিক্রি হচ্ছে আগামী ২৬ মার্চের টিকিট।

তথ্য অনুযায়ী দেখা গেছে, সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয় রেলওয়ের পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর। আজ ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর আসন সংখ্যা ১৩ হাজার ৩৬৩টি। এরমধ্যে প্রথম ৩০ মিনিটে বিক্রি হয় ১১ হাজার ৩০০টি। আর সারাদেশে বিক্রি হয় ১৪ হাজার ৪৪৪টি। প্রথম ৩০ মিনিটে ঢাকাসহ সারাদেশে মোট টিকিট বিক্রি হয়ে ২৫ হাজার ৭৪৪টি।

আরও জানা গেছে, ২৬ মার্চের জন্য ঢাকা থেকে ট্রেনের মোট আসন ২৬ হাজার ৬৫১টি এবং সারাদেশের সব ট্রেনগুলোর মোট আসন এক লাখ ৪০ হাজার ৮৫৬টি।

এর আগে, শুক্রবার ১৪ মার্চ মাত্র ৯ মিনিটেই শেষ হয়ে যায় উত্তরাঞ্চলে চলাচল করা নীল সাগর, একতা, চিলাহাটি, কুড়িগ্রাম, দ্রুতযান ও পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সব টিকিট বিক্রি। একই অবস্থা ছিল ঢাকা-রাজশাহী ও ঢাকা-খুলনা রুটের ট্রেনের।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, গতকাল শনিবার (১৫ মার্চ) বিক্রি করা হয়েছে ২৫ মার্চের অগ্রিম টিকিট। পর্যায়ক্রমে ২৬ মার্চের টিকিট বিক্রি হচ্ছে ১৬ মার্চ। ২৭ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৭ মার্চ। ২৮ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৮ মার্চ। ২৯ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৯ মার্চ এবং ৩০ মার্চের টিকিট বিক্রি করা হবে ২০ মার্চ।

দেশের নানা প্রান্ত থেকে মানুষ জীবন-জীবিকার তাগিদে ঢাকায় বসবাস করছেন অনেকেই। রাজধানীতে কর্মব্যস্ততার চাপ থেকে বের হওয়া মানুষের কাছে ঈদে বাড়ি ফেরা যেন প্রশান্তির ছোঁয়া। তাই ঈদ শুধু উৎসবই নয়, নগরবাসীর কাছে নাড়ির টানে গ্রামে ফেরার আয়োজন। এই স্রোতে নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত ও উচ্চবিত্ত—কোনো ভেদাভেদ থাকছে না।

ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রেনের অগ্রিম টিকিট শুক্রবার(১৪ মার্চ) সকাল ৮টা থেকে অনলাইনে বিক্রি শুরু হয়।

Leave a Reply

scroll to top