জুলাই-আগস্টের গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা মামলায় প্রথম সরকারি কর্মকর্তা হিসেবে জবানবন্দি দিয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে জবানবন্দি দেন সাবেক আইজিপি।
এর আগে সাবেক আইজিপি আবদুল্লাহ মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পুলিশের ১৭ সাবেক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে তার আগেই গত ৩ সেপ্টেম্বর সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন উত্তরা থেকে গ্রেপ্তার হন। এরপর কয়েকটি থানার ১৭ মামলায় তাকে দফায় দফায় ৬৬ দিনের রিমান্ডে নেওয়া হয় তাকে।