সাইকেল নিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে হিমালয়ের অন্নপূর্ণা জয় করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তোজাম্মেল হোসেন মিলন।
নেপালের হিমালয় অঞ্চলের বিশ্ববিখ্যাত একটি ট্রেকিং রুট অন্নপূর্ণা সার্কিটে সাইকেল ভ্রমণে প্রথম বাংলাদেশি হিসেবে জয় করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ৪২তম ব্যাচের শিক্ষার্থী তোজাম্মেল হোসেন মিলন।
২০২৫ সালের ১৭ মার্চ নেপালের কাঠমান্ডুর ডুমরে থেকে যাত্রা শুরু করেন তিনি। পাহাড়ের কণ্টকাকীর্ণ পথ, নানা চড়াই-উতরাই, পাথর ও বরফের চ্যালেঞ্জ এবং বন্ধুর পথ পেরিয়ে দীর্ঘ ১৭ দিন পর, ২ এপ্রিল সকাল ৬টা ১৫ মিনিটে তিনি প্রথম বাংলাদেশি এবং বিশ্বের মাত্র দ্বিতীয় ব্যক্তি হিসেবে সাইকেল নিয়ে অন্নপূর্ণা সার্কিট সামিট করেন।
অভিযান সম্পর্কে তোজাম্মেল বলেন, “এই সফলতা আমার স্বপ্নের একমাত্র গন্তব্য নয়, বরং আরও দীর্ঘ পথের সূচনা। আমি ভবিষ্যতে নেপালের সাতটি উচ্চ পর্বত, তাজিকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী পামীর মালভূমি, পাকিস্তানের কারাকোরাম হাইওয়ে এবং মালয়েশিয়া-সিঙ্গাপুর-থাইল্যান্ড সংযুক্ত ক্রসকান্ট্রি হাইওয়েতে সাইকেল ভ্রমণ করতে চাই।”
তিনি আরও বলেন, “ভ্রমণ শুধু স্থান দেখা নয়, এটি নিজেকে জানার একটি উপায়। আমি চাই তরুণরাও সাহস নিয়ে পথচলা শুরু করুক।”
ভবিষ্যতে তিনি সাইকেল নিয়ে নেপালের সাতটি পর্বত, পামীর মালভূমি ও পাকিস্তানের বিখ্যাত কারাকোরাম হাইওয়ে ভ্রমণের পরিকল্পনা করছেন। এ ছাড়াও মালয়েশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ডকে সংযুক্ত করে গঠিত ক্রসকান্ট্রি হাইওয়েতেও তিনি ভ্রমণ করতে চান। সামনে এ ধরনের ভ্রমণ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, তোজাম্মেল হোসেন মিলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ৪২তম ব্যাচের শিক্ষার্থী। তিনি সেখান থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। বর্তমানে তিনি রাজউক উত্তরা মডেল কলেজে গণিত বিষয়ের লেকচারার হিসেবে কর্মরত।