ইউটিউব চ্যানেল হ্যাক করার অভিযোগে ঢাকাই সিনেমার অভিনেত্রী অপু বিশ্বাসের বিরুদ্ধে মামলা করেছেন প্রযোজক সিমি ইসলাম কলি। একই মামলায় অপু ছাড়াও আসামি করা হয়েছে সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম ও জাহিদুল ইসলাম আপনকে। গত ২৪ অক্টোবর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করা হয়েছে।
এবার সেই মামলা নিয়ে মুখ খুলেছেন অপু বিশ্বাস। মামলার বিষয়ে কিছু্ই জানেন না দাবি করেছেন তিনি। অপু বলে, ’এটা তো অনেক আগের ঘটনা। উনি (কলি) এখন আবার কোথা থেকে এসব করলেন, সেটা বুঝতে পারছি না। আমি সাংবাদিকদের মাধ্যমেই খবরটা শুনলাম। এ বিষয়ে আমি অবগত নই। আমি এসব দেখি না। আমার অ্যাডমিন বিষয়গুলো দেখে থাকে।’