প্রকাশ্যে এসেছে সাইফকে ছুরিকাঘাত করা দুর্বৃত্তের ভিডিও ফুটেজ

image_156092_1737039824.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

বুধবার মুম্বাই বান্দ্রা পশ্চিমের ‘সৎগুরু শরণ’ ভবনে অচেনা ব্যক্তিকে ঘাপটি মেরে বসে থাকতে দেখে চিৎকার করে ওঠেন কারিনা কাপুর। তার পরের ঘটনাপ্রবাহে ছিল ধস্তাধস্তি, ছুরি, আঘাত আর রক্ত। নিজের বাড়িতেই দুর্বৃত্তের ছুরিকাঘাতে জখম হয়েছেন কারিনার স্বামী তথা বলিউড অভিনেতা সাইফ আলি খান।

বর্তমানে অভিনেতা মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন। খবর এনডিটিভি।বান্দ্রা থানায় ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ জানায়, সাইফ আলি খান ছেলে তৈমুর ও জেহের সঙ্গে ঘুমাচ্ছিলেন এমন সময় দুষ্কৃতকারী তার বাড়িতে ঢুকে পড়ে।পরে ওই ব্যক্তি সাইফ আলি খানকে একাধিক ছুরিকাঘাত করেন এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগ করা হয়।

ঘটনার পর কিভাবে ওই যুবক বাড়ি থেকে পালাচ্ছিলেন, সেই ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরার ফুটেজে।প্রকাশ্যে এসেছে সেই ভিডিও ফুটেজও। সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাতে আনন্দবাজার জানাচ্ছে, এখনো অভিযুক্তকে গ্রেপ্তার করা যায়নি।তাকে খুঁজছে পুলিশ। তাকে ভবনের সিসি ক্যামেরায় দেখা গেছে। যদিও এখনো তার পরিচয় জানা যায়নি।ভিডিওটিতে অভিযুক্ত যুবকের মুখ দেখা গেছে।তিনি সিঁড়ি দিয়ে নামতে নামতে সিসি টিভির দিকে তাকাচ্ছিলেন। তার পিঠে ছিল ব্যাগ। এই ঘটনার তদন্ত করছে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা। ইতিমধ্যে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

ভোরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে তিনি চিকিৎসাধীন। সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন, সাইফ আলী খানের মেরুদণ্ডের খুব কাছে ছুরির আঘাত লেগেছে। তাকে আইসিইউতে রাখা হয়েছে। তবে আপাতত আশঙ্কামুক্ত তিনি। তার শারীরিক অবস্থাও স্থিতিশীল।

Leave a Reply

scroll to top