রমজানের মাহাত্ম্যকে সামনে রেখে ব্র্যাক ইউনিভার্সিটি রেসপন্স টিম (বার্ট) প্রান্তিক জনগোষ্ঠীর সহায়তায় সম্প্রতি “প্রকল্প হাশিমুখ ২০২৫” নামে একটি সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করেছে। এ উদ্যোগের আওতায় ইফতার সামগ্রী, খাদ্য রেশন ও বস্ত্র বিতরণ করা হয়।
প্রকল্পটির প্রথম ধাপে ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে তহবিল সংগ্রহ করা হয়। ব্র্যাক ইউনিভার্সিটির ক্যাফেটেরিয়া (লেভেল ৬)-এ ১০ থেকে ১২ মার্চ পর্যন্ত ডোনেশন বাথ স্থাপন করা হয়, যেখানে বিকাশ, নগদ ও ব্যাংক একাউন্টের মাধ্যমে সহায়তা করার সুযোগ রাখা হয়। বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের উদার সহযোগিতায় প্রকল্পটি সফলভাবে এগিয়ে যায়।
১৩ মার্চ বার্টের সদস্যরা আল-নাহিয়ান অরফানেজ, বাইতুস সুজুদ জামে মসজিদ, জামিয়া ইসলামিয়া তালিমুল কুরআন কওমি মাদ্রাসা, ব্র্যাক ইউনিভার্সিটি মোহাখালি ক্যাম্পাস ও বিমানবন্দর রেলওয়ে স্টেশনে মোট ৬৭৭টি খাদ্য প্যাকেট বিতরণ করে। এরপর ১৫ মার্চ আফতাবনগরে ৪০টি পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, চিনি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সমৃদ্ধ রেশন বাক্স পৌঁছে দেওয়া হয়। ১৬ মার্চ মেরুল বাড্ডার দাওয়াতুল কুরআন মাদ্রাসায় এতিম শিশুদের মধ্যে পাঞ্জাবি বিতরণ করা হয়।
প্রকল্প হাশিমুখ ২০২৫-এর মাধ্যমে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি বার্টের সদস্যরা সম্প্রীতি ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিয়েছেন। এই উদ্যোগটি সংগঠনটির সামাজিক দায়বদ্ধতা ও সমাজসেবায় অঙ্গীকারেরই প্রতিফলন বলে জানানো হয়।