প্রকল্প হাশিমুখ ২০২৫: ব্র্যাক ইউনিভার্সিটি রেসপন্স টিমের রমজান উদ্যোগ

New-Project-13-8.jpg

প্রকল্প হাশিমুখ ২০২৫: ব্র্যাক ইউনিভার্সিটি রেসপন্স টিমের রমজান উদ্যোগ

২৪ ঘণ্টা বাংলাদেশ

রমজানের মাহাত্ম্যকে সামনে রেখে ব্র্যাক ইউনিভার্সিটি রেসপন্স টিম (বার্ট) প্রান্তিক জনগোষ্ঠীর সহায়তায় সম্প্রতি “প্রকল্প হাশিমুখ ২০২৫” নামে একটি সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করেছে। এ উদ্যোগের আওতায় ইফতার সামগ্রী, খাদ্য রেশন ও বস্ত্র বিতরণ করা হয়।

প্রকল্পটির প্রথম ধাপে ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে তহবিল সংগ্রহ করা হয়। ব্র্যাক ইউনিভার্সিটির ক্যাফেটেরিয়া (লেভেল ৬)-এ ১০ থেকে ১২ মার্চ পর্যন্ত ডোনেশন বাথ স্থাপন করা হয়, যেখানে বিকাশ, নগদ ও ব্যাংক একাউন্টের মাধ্যমে সহায়তা করার সুযোগ রাখা হয়। বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের উদার সহযোগিতায় প্রকল্পটি সফলভাবে এগিয়ে যায়।

১৩ মার্চ বার্টের সদস্যরা আল-নাহিয়ান অরফানেজ, বাইতুস সুজুদ জামে মসজিদ, জামিয়া ইসলামিয়া তালিমুল কুরআন কওমি মাদ্রাসা, ব্র্যাক ইউনিভার্সিটি মোহাখালি ক্যাম্পাস ও বিমানবন্দর রেলওয়ে স্টেশনে মোট ৬৭৭টি খাদ্য প্যাকেট বিতরণ করে। এরপর ১৫ মার্চ আফতাবনগরে ৪০টি পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, চিনি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সমৃদ্ধ রেশন বাক্স পৌঁছে দেওয়া হয়। ১৬ মার্চ মেরুল বাড্ডার দাওয়াতুল কুরআন মাদ্রাসায় এতিম শিশুদের মধ্যে পাঞ্জাবি বিতরণ করা হয়।

প্রকল্প হাশিমুখ ২০২৫-এর মাধ্যমে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি বার্টের সদস্যরা সম্প্রীতি ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিয়েছেন। এই উদ্যোগটি সংগঠনটির সামাজিক দায়বদ্ধতা ও সমাজসেবায় অঙ্গীকারেরই প্রতিফলন বলে জানানো হয়।

Leave a Reply

scroll to top