পোস্টার লাগানোর সময় ছাত্রদল নেতাদের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলা, আহত ৭

New-Project-2-13.jpg

পোস্টার লাগানোর সময় ছাত্রদল নেতাদের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলা, আহত ৭

পিরোজপুর প্রতিনিধি

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনের ঈদ শুভেচ্ছা পোস্টার লাগানোর সময় পিরোজপুরের কাউখালীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের হামলায় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ৭ জন নেতাকর্মী আহত হয়েছেন। শুক্রবার (২৮মার্চ) রাত ৯টার দিকে কাউখালী উপজেলার ৫নং শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন,ঢাকা মহানগর (উত্তর) ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম সুমন,কাউখালী উপজেলার ৫নং শিয়ালকাঠী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন,উপজেলা ছাত্রদলের সদস্য বেল্লাল হোসেন, ৫নং শিয়ালকাঠী ইউনিয়নের ১ নং ওয়ার্ড ছাত্রদলের প্রস্তাবিত সভাপতি মফিজুল ইসলাম,সাধারণ সম্পাদক রিয়াজ,ছাত্রদল কর্মী নাইম, স্বেচ্ছাসেবক দল কর্মী মেহেদী হাসান এবং অটোরিকশা চালক কাওসার হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কাউখালীতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতার পোস্টার লাগানোর সময় উপজেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীদের উপর ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠায়।

আহত ঢাকা মহানগর (উত্তর) ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম বলেন, আমরা রাত ৯টার দিকে কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের সামনের দেওয়ালে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন ভাইয়ের ঈদ শুভেচ্ছা পোস্টার লাগাচ্ছিলাম। এ সময় কাউখালী উপজেলা আওয়ামীলীগের সদস্য এবং শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিদ্দিক গাজীর নেতৃত্বে ঢাকার খিলগাঁও উপজেলার ৩নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি রহমত বারি,কাউখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাসেল বারি,কাউখালী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শামীম বারি,আওয়ামী লীগ কর্মী রফিকুল ইসলাম সহ বেশ কয়েকজন আমাদের উপর দেশীয় অস্ত্র দিয়ে আতঙ্কিত হামলা চালায়। এ সময় আমরা অটো রিক্সা চালক সহ ০৭জন আহত হই। আমরা এই হামলার সঠিক তদন্ত ও দোষীদের বিচার দাবি করছি।

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রমজান আলী বলেন,আহতদের মধ্যে ৪ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতার পোস্টার লাগানোর সময় ছাত্রলীগ ও যুবলীগের একদল সন্ত্রাসী হামলা করে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বেশ কিছু নেতাকর্মীকে আহত করেছে। আমরা সন্ত্রাসীদের গ্রেফতার ও এর বিচার দাবি করছি।

এ বিষয়ে কাউখালি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলায়মান বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় ০১জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

Leave a Reply

scroll to top